
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ এএম
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৯:১২ পিএম

আরও পড়ুন
যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোক ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। পৃথক বিবৃতি ও শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।
যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট ব্যুরো: কানাইঘাট প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম.এ হান্নান। ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দফতর সম্পাদক মুমিন রশিদের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ্র অনুপ ও সাংবাদিক জয়নাল আজাদ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, কোষাধ্যক্ষ ও যুগান্তর প্রতিনিধি নাহিদ ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেল, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন রনি, সারোয়ার জাহান সুমন ও সাংবাদিক আজিজুল হক। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।
পূবাইল (গাজীপুর): শুক্রবার বাদ জুমা ৯ পূবাইল বেপারীপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও মসজিদের মোতাওয়াল্লি ও পূবাইল প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর পূবাইল প্রতিনিধি মো. আখতার হোসেন এবং স্বজন সমাবেশের সদস্যরা অংশ নেন।
এ ছাড়া যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখা কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন পূবাইল স্বজন সমাবেশের সভাপতি মামুন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (জুয়েল)। মোনাজাত পরিচালনা করেন পূবাইল বেপারীপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা রবিউল ইসলাম। শোকসভায় বক্তব্য রাখেন স্বজন সহ-সভাপতি নারায়ণ দাস প্রমুখ।
নেত্রকোনা ও খালিয়াজুরী: যুগান্তরের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার, স্বাগত সরকার শুভ (আমাদের সময়) মো. আবুল হোসেন (স্বদেশ সংবাদ ও এবি-৭১)ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা। দোয়া ও মাহফিল পরিচালনা করেন খালিয়াজুরী থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. নূরুল হক নোমানী।
দিনাজপুর: দিনাজপুর প্রেস ক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু। যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, দিনাজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রিস আলী, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুল হক আনার, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সাজিউল ইসলাম সাজু, দিনাজপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, নিউজ ২৪-এর দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক কৌশিক বোস, যুগান্তরের বিরল উপজেলা প্রতিনিধি আতিউর রহমান। মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর কোতোয়ালি থানা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. আব্দুর রহিম।
বড়াইগ্রাম (নাটোর): প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে স্মরণসভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ইনকিলাব প্রতিনিধি হাসানুল বান্না উজ্জ্বল, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবু সাঈদ, ডেল্টা টাইমস প্রতিনিধি ফারুক হোসেন আপন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মন্তাজুর রহমান রানা, দৈনিক আমার কাগজ প্রতিনিধি বোরহানুদ্দীন বুলবুল, উত্তরকণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক মুক্তপ্রভাত প্রতিনিধি আব্দুল আওয়াল মণ্ডল, দৈনিক নাটোর কণ্ঠ প্রতিনিধি আব্দুল মজিদ কাজী, সাংবাদিক আজহার হোসেন ও নিজাম উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমন ও যুগ্ম-আহ্বায়ক সোহেল সরকার বক্তব্য রাখেন।
ঝালকাঠি: যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. আক্কাস সিকদার, বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু, এটিএন বাংলা প্রতিনিধি শ্যামল সরকার, এনটিভি প্রতিনিধি কেএম সবুজ, ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, এসএ টিভি প্রতিনিধি অলোক সাহা ও প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ আব্দুর রশীদ।
নবাবগঞ্জ: নবাবগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে সাহিদুল হক খান ডাবলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মানব জমিনের নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, বাংলা নিউজ২৪ ডটকমের শেখ সালাউদ্দিন বাচ্চু, দৈনিক সময়ের আলো পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি, দি এশিয়ান এইজ দোহার নবাবগঞ্জ প্রতিনিধি সাদের হোসেন বুলু, দেশ রূপান্তর নবাবগঞ্জ দোহার প্রতিনিধি কাজী সোহেল, দৈনিক ইত্তেফাক নবাবগঞ্জ প্রতিনিধি শাহিনুর ইসলাম তুতি, বিপ্লব ঘোষ, খোলা কাগজের ফজলুর রহমান, দৈনিক ভোরের পাতা নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক আমাদের সময় নবাবগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন অন্তর প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন নবাবগঞ্জ জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- স্থানীয় নারী নেত্রী মাধুরী বণিক, ব্যবসায়ী মো. সালাউদ্দিন, মো. আলী রেজাউল করিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, জানে আলম মেম্বার, ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান প্রমুখ।