Logo
Logo
×

জাতীয়

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১০:১১ পিএম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল 

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন স্থানে শোকসভা, র্যা লি, মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। এ সব কর্মসূচিতে নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করা হয়।

শোকসভায় নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

ভেড়ামারা (কুষ্টিয়া): যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক বিজেএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীনে সভাপতিত্বে ও সদস্যসচিব ভেড়ামারা স্বেচ্ছসেবী সংস্থার সভাপতি সাংবাদিক শাহজামালের উপস্থাপনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক যুগান্তর ভেড়ামারা প্রতিনিধি মো. রেজাউল করিম, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিরুল ইসলাম মান্নান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও যুগান্তর পত্রিকার এজেন্ট আনসারুল হক, যুগান্তর স্বজন সমাবেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কবি আসমান আলী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, দৈনিক ডেসটিনি প্রতিনিধি রাইসুল ইসলাম আসাদ, দৈনিক নয়াদিগন্ত’র ভেড়ামারা প্রতিনিধি মাসুদ করিম, সাংবাদিক মাসুদ রানা, মনির উদ্দিন মনির, ফিরোজ মাহমুদ, আল-মাহাদী, নোমান জহির রাজা, সোহেল, নবীন, মিলন, আসম শাহাবুদ্দীন, রোকনুজ্জামান রনি প্রমুখ। 

জামালপুর: জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, কেন্দ্রীয় বিএনপি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পল্লী কণ্ঠ পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গী, আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলার চিঠি ডট কম-এর সম্পাদক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। 

এ সময় অন্যানের মধ্যে উপস্থিতি ছিলেন দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান দৈনিক পল্লী কন্ঠের নির্বাহী সম্পাদক মজনু মোল্লা, বৈশাখী টেলিভিশনের জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, দৈনিক মানব কণ্ঠের জামালপুর প্রতিনিধি কাফি পারভেজ, বাংলাভিশন জামালপুর প্রতিনিধি জাহিদ হাবিব, আরটিভির জামালপুর প্রতিনিধি সুজিত রায়, দৈনিক নবতানের সম্পাদক মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জার্নাল জামালপুর প্রতিনিধি শওকত জামান, বাসস’র জামালপুর প্রতিনিধি মোখলেছুর রহমান লিখন, দৈনিক সমকাল ও নিউজ টুয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক ইত্তেফাকের জামালপুর প্রতিনিধি হালিম দুলাল, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আজিজুর রহমান, জিটিভি জামালপুর প্রতিনিধি আলী আকবর, সময়ের আলো’র জামালপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, সাংবাদিক দেলোয়ার হোসেন, দৈনিক সংবাদ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, সাংবাদিক জৈতিষ চন্দ্র এষ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক  শাকিল আহম্মেদ, সাংবাদিক সাখাওয়াত হোসেন স্বপন, সাংবাদিক মিঠু আহম্মেদ, সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কাচারি শাহী জামে মসজিদের পেস ইমাম মাওলানা মাছুদ হুসাইন।

পত্নীতলা (নওগাঁ): একাত্তর টেলিভিশনের রানীনগর উপজেলা সংবাদদাতা সুকুমল কুমার প্রামাণিকের উদ্যোগে শোকসভায় বক্তব্য রাখেন রানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, সাংবাদিক সানোয়ার জাহান আল মামুন, ফরহাদ হোসেন, আব্দুল মতিন চৌধুরী, সাইদুল ইসলাম, তমাল ভৌমিক। 
দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ আল্লামা দেহিয়া। 

বানারীপাড়া (বরিশাল): যুগান্তর স্বজন সমাবেশের বানারীপাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও দৈনিক যুগান্তর পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপন এবং স্বজন সমাশের উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামানের উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া-মিলাদে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ, বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজ শাখা স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন, স্বজন সমাবেশের উপদেষ্টা সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সান্ত, এসআই হাফিজুর রহমান, স্বজন সমাবেশের উপজেলা সহ-সভাপতি ও কবি শাহিন খান প্রমুখ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম