Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:১৩ পিএম

প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

এস এম গোর্কি। ফাইল ছবি

দৈনিক যুগান্তরের প্রধান ফটোসাংবাদিক এস এম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

বুধবার তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

আলোকচিত্রী এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, এস এম গোর্কি দৈনিক যুগান্তরের জন্মলগ্ন থেকেই পত্রিকার প্রধান ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম