Logo
Logo
×

জাতীয়

এবার স্বাস্থ্যের হাসপাতাল শাখার পরিচালককে সরানোর সিদ্ধান্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০২:৩৫ পিএম

এবার স্বাস্থ্যের হাসপাতাল শাখার পরিচালককে সরানোর সিদ্ধান্ত

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান। ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগের পর অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন নির্ভরসূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান আর এ পদে থাকছেন না, এটি নিশ্চিত। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।


বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেন। চুক্তিতে থাকা আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া চলছে।

সরকারি সূত্রগুলো বলছে, আবুল কালাম আজাদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই ছিল। 

স্বাস্থ্য অধিদফতরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ সবসময় ছিল। করোনা মহামারীর সময় এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। বিশেষ করে বিভিন্ন হাসপাতালকে করোনা টেস্টের অনুমোদন, টেস্ট নিয়ে প্রতারণা করার সুযোগ করে দেয়ায় মন্ত্রণালয় ও অধিদফতরের ভূমিকা দক্ষতা, ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠে। 

মহাপরিচালকের পদত্যাগের পর এবার পরিচালকের বিদায় ঘণ্টাও বেজে যাচ্ছে।


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম