Logo
Logo
×

জাতীয়

এবার সেনাবাহিনীকে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক দিল যমুনা গ্রুপ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৭:৩৫ পিএম

এবার সেনাবাহিনীকে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক দিল যমুনা গ্রুপ

সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর মো. এনায়েত উল্লাহ ও সেনাবাহিনীর পরিচালক মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন। ছবি: যুগান্তর

করোনাভাইরাসের সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা আর্থিক অনুদানের পর এবার বাংলাদেশ সেনাবাহিনীকে ৫ হাজার পিপিই, ১০,০৫৬ পিস হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার পিস ফেস মাস্ক দিল যমুনা গ্রুপ। এসব সামগ্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী যমুনা গ্রুপের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত এবং বারবার ব্যবহারযোগ্য।

রোববার বিকালে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর মো. এনায়েত উল্লাহ ও সেনাবাহিনীর পরিচালক মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া সশস্ত্র বাহিনীর নিজস্ব হাসপাতালগুলোর পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র খুলে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে অকুতোভয় বীর সেনানীরা।

দেশের এই মহাদুর্যোগে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর পাশে থাকার জন্য সেনাপ্রধানের পক্ষ থেকে যমুনা গ্রুপকে ধন্যবাদ জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা এবং সরকারি হাসপাতালসমূহে বিনামূল্যে সরবরাহ করার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে ৮,০১৬ পিস পিপিই, ১০,০৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ১৫ হাজার পিস ফেস মাস্ক প্রদান করে যমুনা গ্রুপ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম