Logo
Logo
×

জাতীয়

ধানমন্ডি থানার ওসিকে হাইকোর্টে তলব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৮:৩৫ পিএম

ধানমন্ডি থানার ওসিকে হাইকোর্টে তলব

হাইকোর্ট। ফাইল ছবি

মামলা না নেয়ায় তার ব্যাখ্যা দিতে রাজধানীর ধানমন্ডি থানার ওসি হুমায়ূন কবিরকে তলব করেছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য্য। ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য্য আদালতের আদেশের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

আবেদনকারী আইনজীবী বশির আহমদের অভিযোগ, তাকে হত্যার হুমকির অভিযোগ নিয়ে থানায় গেলেও ধানমন্ডি থানা পুলিশ তার মামলা নেয়নি। পরে এর প্রতিকার চেয়ে হাইকোর্টে আসেন তিনি। হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন আইনজীবীর মামলা না নেয়ায় স্বভাবতই প্রশ্ন ওঠে সাধারণ মানুষের তাহলে কী অবস্থা!’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম