ঢাকার দুই সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ বৃহস্পতিবার
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৮ পিএম
ফাইল ছবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেবেন বৃহস্পতিবার।
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এ প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান যুগান্তরকে জানান, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার দুই সিটিতে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী দুই মেয়রের শপথ পাঠ করাবেন এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন এলজিআরডিমন্ত্রী।’
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দু'জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। তারা বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।
নয় মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন।