Logo
Logo
×

জাতীয়

কচুরিপানা খেতে নয়, গবেষণা করতে বলেছি: পরিকল্পনামন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৪ পিএম

কচুরিপানা খেতে নয়, গবেষণা করতে বলেছি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন, তিনি কাউকে কচুরিপানা খাওয়ার কথা বলেননি। তবে ছোটবেলায় কচুরিপানার ফুল খেয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

‘গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না’- সোমবারের এমন বক্তব্যের ব্যাখ্যায় পরিকল্পনামন্ত্রী বলেন, কচুরিপানার ফুল তো আমি নিজে খেয়েছি, ছোটবেলায়। বেসনে ডুবিয়ে মা ভাজতো।  খুব চমৎকার হয়। এটা খুব মিস করি।  কিন্তু কচুরিপানার বিষয়ে আমি কৃষি গবেষকদের বলেছি। কাউকে কচুরিপানা খাওয়ার জন্য আমি কখনও বলিনি।  

তিনি বলেন, আমি বাঙালি, এই বাংলার মানুষ। আমি কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। তাহলে আমি কি কচুরিপানা খাই?- আপনারাই বলেন।  আমি আমার গবেষকদের গবেষণা করতে বলেছি। গবেষণা তো কত কিছু নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয়েও আমার গবেষকদের গবেষণা করতে বলেছি। 

এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এমএ মান্নান। তিনি বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করি, প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন।  কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে-শুনি লিখি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম