Logo
Logo
×

জাতীয়

স্বজন সমাবেশের জন্মদিন পালন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৫ এএম

স্বজন সমাবেশের জন্মদিন পালন

স্বজন সমাবেশের জন্মদিন অনুষ্ঠানে কেক কাটছেন প্রকাশক, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। ছবি-যুগান্তর

দৈনিক যুগান্তর ২১তম বর্ষে পা দিয়েছে ১ ফেব্রুয়ারি। আর যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের জন্মদিন আজ (৪ ফেব্রুয়ারি)।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে দৈনিক যুগান্তরের কনফারেন্স রুমে এক  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বজনদের নিয়ে জন্মদিনের কেক কাটেন যুগান্তরের প্রকাশক, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

এ সময় সালমা ইসলাম বলেন, স্বজন সমাবেশের স্বজনরা যুগান্তরের প্রাণ। স্বজনরা সবাই আমাদের আপনজন। দীর্ঘ ২০ বছর তারা যুগান্তরের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও তারা যুগান্তরের পাশেই থাকবেন।

স্বজনদের প্রশংসা করে তিনি বলেন, সারা দেশে সামাজিক কর্মকাণ্ডে জড়িত যুগান্তরের স্বজনরা। তারা প্রতিনিয়ত সমাজের কল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখে যুগান্তরের মর্যাদা আরও বাড়িয়ে তুলছেন।

সালমা ইসলাম আরও বলেন, আমরা পিছিয়ে নেই। সবাই এগিয়ে চলছি। ঠিক যেভাবে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও সেভাবে এগিয়ে যাচ্ছি। 

স্বজনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে পেশায় থাকুন না কেন, সবাই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। যুগান্তর আপনাদের পাশে আছে। আপনারা আরও এগিয়ে যান। যারা লেখাপড়া শেষ করেননি তারাও লেখাপড়ার পাশাপাশি স্বজনকে এগিয়ে নিয়ে যাবেন।

‘আপনারা আমাদের পরিবারের অংশ। আপনারাও সাংবাদিকদের চেয়ে কোনো অংশে কম নন। তাই যুগান্তরকে আরও বড় করে তুলুন। স্বজন করতে গিয়ে পেছাবেন না।’

অনুষ্ঠানে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, স্বজনের কোনো বিকল্প নেই। পেশাগত জীবনে স্বজনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয়। ডিজিটাল যুগে সমাজে মানুষ একা হয়ে পড়েছে। তাই স্বজন আমাদের মানবিক হতে সাহায্য করে। 

তিনি বলেন, সমাজের ভালো কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তা হলে আমাদের জানান। যুগান্তর আপনাদের সঙ্গে আছে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবসময় আপনাদের পাশে আছি। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর।

অনুষ্ঠানে আগত স্বজনদের প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহ্বানও জানান সাইফুল আলম। 

যুগান্তরের উপসম্পাদক আহমেদ দীপু বলেন, স্বজনরা সারাদেশে যুগান্তরের কল্যাণে কাজ করছেন। কমিটি ছাড়াই অনেকে কাজ করে যাচ্ছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনার যুগান্তরকে আরও বহুদূর নিয়ে যাবেন এই প্রত্যাশা আমাদের। 

যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদুভাই বলেন, ২০ বছর পেরিয়ে ২১-এ পদার্পণ করেছে যুগান্তর। আজ স্বজন সমাবেশের উৎসবে আপনাদের সঙ্গে আমরাও শামিল হয়েছি।

তিনি বলেন, স্বজনদের অগ্রযাত্রার সঙ্গে যুগান্তরের অগ্রযাত্রা জড়িত। 

আগামী তিন মাসের মধ্যে স্বজন সমাবেশের কেন্দ্রীয় কমিটি করা হবে বলেও ঘোষণা দেন দাদুভাই। 

স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে আগামী বছর স্বজন সমাবেশ করা হবে ইনশাআল্লাহ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রফিকুল হক দাদুভাই।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের স্বজন সমাবেশের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তরের উপসম্পাদক এহসানুল হক, চিফ রিপোর্টার মাসুদ করিম, যুগ্ম বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু, সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশিদ, ফিচার বিভাগের সিনিয়র সহসম্পাদক আশরাফুল আলম পিনটু, সেলিম কামাল, তরিক রহমান, হিসাব বিভাগের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সার্কুলেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক আবুল হাসানসহ বিভিন্ন বিভাগের সাংবাদিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ছাড়া স্বজনদের পুরান ঢাকার সভাপতি সায়কা বানু, উত্তরার সভাপতি হাবিবুর রহমান, টঙ্গী শাখার সভাপতি ওলিদুর রহমান অলি, বাড্ডা শাখার সভাপতি এনএইচকে মিঠু, আলভী, মেহেদী হাসান হিমু, লিখন হাসানসহ ঢাকার বিভিন্ন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম