বাসের চিপায় হাত হারানো রাজীবের মৃত্যু: দুই চালকের বিরুদ্ধে চার্জশিট

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭ পিএম

হাত হারানো রাজীব। ফাইল ছবি
রাজধানীর কারওয়ানবাজারে দুই বাসের চিপায় সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের হাত হারানোর পর মৃত্যুর মামলায় দুই বাসচালককে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলেন- বিআরটিসি বাসচালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মো. খোরশেদ আলম।
রোববার ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার আদালতে এ চার্জশিট জমা দেন শাহবাগ থানার উপপরিদর্শক ইদ্রিস আলী।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীরের ছাত্র রাজীব হোসেন। বাসটি পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস এটি ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের চিপায় পড়ে রাজীবের ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় বেশ কিছু দিন চিকিৎসাধীন থেকে ১৭ এপ্রিল মারা যান রাজীব।
মৃত্যুর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল বাদী হয়ে শাহবাগ থানায় পেনাল কোডের ২৭৯/৩৩৮-এর ‘ক’ ধারায় রাজীবের পক্ষে মামলা করা হয়। ২৭৯ ধারার সর্বোচ্চ শাস্তি তিন বছর ও ৩৩৮ ধারার সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল। মামলার পরই বিআরটিসি বাসচালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মো. খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
রাজীবের মৃত্যুর পর বেপরোয়া যান চালিয়ে হত্যার অভিযোগের একটি ধারা ওই মামলায় যুক্ত করার আবেদন করে শাহবাগ থানা পুলিশ।
এদিকে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ওই বছরের ৪ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাজীব হাসানের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশে দেন হাইকোর্ট।
হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রাজীবের চিকিৎসার খরচ স্বজন পরিবহন মালিক ও বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।