Logo
Logo
×

জাতীয়

বিএনপির হরতালে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫২ এএম

বিএনপির হরতালে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এতে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার বিএনপির হরতাল আহবানে পর রাতে তাতে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী হরতালে সমর্থন দিয়েছেন।

এর আগে সন্ধ্যায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দেয় বিএনপি। উল্লেখিত দিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয় তারা।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম