Logo
Logo
×

জাতীয়

আজহারের বিচার শুরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম

আজহারের বিচার শুরু

পুলিশ বেষ্টনীতে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি: যুগান্তর

শাহবাগ থানার নাশকতা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১৫  জনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।  একই সঙ্গে আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।  আর চার্জ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।

এদিন চার্জ শুনানিতে আজহারুল ইসলামসহ ১৪ জন আদালতে উপস্থিত ছিলেন।  শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।  শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের এ আদেশ দেন। 

মামলায় শিবির নেতা দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন। আজহারুল ইসলাম কারাগারে আর বাকি আসামিরা জামিনে আছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৯ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জামায়াত ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে পুলিশ।  তাকে গ্রেফতারের সময় তার দলীয় নেতাকর্মীরা পুলিশ বাহিনীকে কাজে বাধা দেয়।  তারা পুলিশ বাহিনীর সদস্যদের ধাক্কা মেরে ফেলে দেয়।  এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

এ ঘটনায় এটিএম মাজহারুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়। 

রাজধানীর শাহবাগ থানায় এসআই এমদাদুল হক বাদী হয়ে মামলাটি করেন।  তদন্ত শেষে ১৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম