Logo
Logo
×

জাতীয়

ভাষাসৈনিক আহমেদ আলী আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

ভাষাসৈনিক আহমেদ আলী আর নেই

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী

দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগে চলে গেলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী (৯৭)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আহমেদ আলী মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন আহমেদ।

অ্যাডভোকেট আহমেদ আলীর পারিবারিকসূত্রে জানা গেছে, তার প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়ায় তার গ্রামে বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে এমএলএ নির্বাচিত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম