Logo
Logo
×

জাতীয়

ইভিএমে সমস্যা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি শাহাদাত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৬ পিএম

ইভিএমে সমস্যা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ: ইসি শাহাদাত

ইসি কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। ফাইল ছবি

আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ইভিএম ব্যবস্থাপনায় মোতায়েন থাকবে সশস্ত্রবাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য।

রোববার দুপুরে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

দুই সিটির ভোটে প্রয়োজনের অতিরিক্ত ইভিএম প্রস্তুত রাখার কথা জানিয়ে ইসি কমিশনার শাহাদাত বলেন, ‘৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটে স্বচ্ছতা থাকবে, কোনো সমস্যা হবে না।  আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রার্থীরা যাতে সন্তুষ্ট থাকেন, সে ব্যাপারে আমাদের সচেষ্ট পদক্ষেপ থাকবে।

প্রত্যেক কেন্দ্রের ইভিএমের টেকনিক্যাল সাপোর্টের জন্য দুইজন করে সেনা সদস্য থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ইভিএমে ভোটগ্রহণে অস্বচ্ছতার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম