Logo
Logo
×

জাতীয়

ইটিভির আবদুস সালামের অর্থ পাচার মামলা বাতিল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০৫:১০ এএম

ইটিভির আবদুস সালামের অর্থ পাচার মামলা বাতিল

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা বাতিল হয়ে গেছে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মামলা বাতিলের এ রায় দেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় আবদুস সালামের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেন। মামলায় আসামি করা হয় আবদুস সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদারকেও। তাদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়। আবদুস সালাম মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

আবদুস সালামের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট মামলা বাতিলে যে রায় দিয়েছেন আমরা দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে আপিল করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম