Logo
Logo
×

জাতীয়

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের সুযোগ দেননি বাণিজ্য সচিব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৯:২৯ এএম

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের সুযোগ দেননি বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব জাফর উদ্দিন। ফাইল ছবি

পেঁয়াজ নিয়ে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের কোনো প্রশ্ন করারই সুযোগ দেননি বাণিজ্য সচিব জাফর উদ্দিন।  কেবল লিখিত বক্তব্য দিয়েই বেরিয়ে গেছেন তিনি।

দেশে পেঁয়াজের অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধির কারণে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সরকারের পদক্ষেপের সর্বশেষ তথ্য জানাতে সোমবার সংবাদ সম্মেলনে আসেন বাণিজ্য সচিব।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে লিখিত বক্তব্য পড়েই তিনি চলে যান।
 
লিখিত বক্তব্যে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ভারত থেকে পেঁয়াজের রফতানিমূল্য কমপক্ষে তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। 

‘এ ছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম ঢাকাসহ সারা দেশে জোরদার করা হয়েছে। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন তাদের তদারকি অব্যাহত রেখেছে। এ পর্যন্ত আড়াই হাজার অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে।’

এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সচিব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম