Logo
Logo
×

জাতীয়

বেসিক ব্যাংকের ঘটনায় দুদক চেয়ারম্যানকে তলব

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম

বেসিক ব্যাংকের ঘটনায় দুদক চেয়ারম্যানকে তলব

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ফাইল ছবি

বেসিক ব্যাংকের দুর্নীতি ইস্যুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদকে তলব করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকেও তলব করা হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই দু’জনকে পরবর্তী বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

কমিটি সূত্র জানায়, কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি মামলায় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা কমিটিকে জানান। এ সময় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করে কমিটি। 

একই সঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করে দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতেও বলে কমিটি।

কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. আবদুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস ও শামীম হায়দার পাটোয়ারী অংশ নেন।

বৈঠকে ভূমি রেজিস্ট্রেশনের ফি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  এ সময় রেজিস্ট্রেশন ফি কীভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হবে।  রেজিস্ট্রি দলিল হাতে না লিখে শতভাগ দলিল কম্পিউটারে লিখে রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদনা করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। 

এ ছাড়া দেশের জনগণের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশনের বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে কী কী পদক্ষেপ নেয়া যায়, জনদুর্ভোগের জন্য কারা জড়িত, কীভাবে তাদের হাত থেকে জনগণকে বাঁচানো যায়, এ সব বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে বৈঠকে উপস্থাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়। 

শহীদুজ্জামান সরকারকে আহ্বায়ক এবং মো. আবদুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী ও বেগম রুমিন ফারহানাকে সদস্য করে ৪ সদস্যবিশিষ্ট সংসদীয় এই কমিটি গঠন করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম