Logo
Logo
×

জাতীয়

কিছুদিনের মধ্যে গ্রামকে আর চেনা যাবে না: পরিকল্পনামন্ত্রী

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:৫৩ পিএম

কিছুদিনের মধ্যে গ্রামকে আর চেনা যাবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি: যুগান্তর

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় গরিব ও হতদরিদ্রদের পক্ষে আন্তরিক। সরকার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এ দেশের গ্রামকে আর চেনা যাবে না। গ্রাম হবে শহর। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব হবে এই হাওর এলাকায়।

বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে সদ্য নির্মিত নলকূপের কাজ পরিদর্শনকালে স্থানীয় লোকজনের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা হাওরের মানুষদের নিয়ে চিন্তা করেন। তিনি হাওরের মানুষের কষ্ট বুঝেন। হাওরের মানুষের জন্য বিশুদ্ধ খাবারপানি নিশ্চিত করার জন্য বিশেষ প্রকল্প করে দিয়েছেন তিনি। সেই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। পানি আল্লাহর এক অপার নেয়ামত।

হাওর এলাকায় ১০০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পে বসতবাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় দক্ষিণ সুনামগঞ্জ তথা হাওরাঞ্চলের মানুষের বিশুদ্ধ খাবার পানির আর কোনো সমস্যা থাকবে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম