Logo
Logo
×

জাতীয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন যুগ্মসচিব রেখা রানী বালো

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ০৯:১১ পিএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন যুগ্মসচিব রেখা রানী বালো

রেখা রানী বালো। ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ পেয়েছেন রেখা রানী বালো। বর্তমানে তিনি একই পদে রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।  

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী রেখা রানী বালোর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলায়। 

বিসিএসের ১৫তম ব্যাচের এ কর্মকর্তা এর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব, পাবনা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্তির আগে তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম