Logo
Logo
×

জাতীয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সহকারী সচিব দিলরুবা শারমিন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ এএম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সহকারী সচিব দিলরুবা শারমিন

দিলরুবা শারমিন। ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম দিলরুবা শারমিন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় জনস্বার্থে  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

২৮তম বিসিএসের কর্মকর্তা দিলরুবা শারমিন গত বছরের ১২ আগস্ট শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী দিলরুবা শারমিন এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম