Logo
Logo
×

জাতীয়

তারিখ না পেছালে রংপুর-৩ আসনের ভোট বর্জন: রানা দাশগুপ্ত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ পিএম

তারিখ না পেছালে রংপুর-৩ আসনের ভোট বর্জন: রানা দাশগুপ্ত

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটের তারিখ পেছাতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

পূজা উদযাপন পরিষদের ভোট পেছানোর আবেদন নাকচ হওয়ার পর সোমবার এ স্মারকলিপি দিল ঐক্যপরিষদ।

এতে ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটের দিন দুর্গাপূজার মহাসপ্তমী হওয়ায় ভোটের তারিখ পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

যদিও ইসি সূত্র জানিয়েছে, ভোটের তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনও ইসির নেই।

স্মারকলিপি দেয়ার পরে ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ভোটের তারিখ পেছানো না হলে সংখ্যালঘু সম্প্রদায় রংপুরে ভোট বর্জন করবে। আমরা আশা করি, সংখ্যালঘুদের বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটের তারিখে পরিবর্তন আনবে।

তিনি বলেন, ভোটের দিন ৫ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী পড়ায় ভোটে অংশ নেয়া তাদের পক্ষে দুরূহ। ভোট না পেছালে হিন্দু সম্প্রদায়ের ভোট বর্জন ছাড়া কোনো বিকল্প থাকবে না।

এর আগে পূজা উদযাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে ইসি সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, রংপুর-৩ আসনের ভোট পেছানো হবে না।

রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০টি ও ভোটকক্ষ ৯১০টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম