Logo
Logo
×

জাতীয়

চাঁদাবাজি মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৩:২৮ পিএম

চাঁদাবাজি মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী

রাজধানীর মিরপুর থানার চাঁদাবাজি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বিচারক মাসুদ পারভেজ তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন মোজাম্মেল হক।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর থানায় মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন দুলাল নামে এক ব্যক্তি। মামলার পর তাকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

সে সময় মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় প্রতিবাদ ও নিন্দা জানায় সংগঠনের নেতারা।

মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেয়ার মাধ্যমে দেশের যাত্রীসাধারণের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করার প্রকিয়া চলছে জানিয়ে বিবৃতি দেয় সংগঠনটি।

সড়ক পরিবহন আইনে যাত্রীস্বার্থ উপেক্ষিত করে মালিক-শ্রমিক-সরকার মিলেমিশে নিজেদের স্বার্থে আইন তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করে সংগঠনটি।

চলতি বছর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্র আসার পর ঢাকা মহানগর হাকিম আদালত মামলাটি বিচারের জন্য মহানগর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে প্রেরণ করেন।

সে মামলার শুনানি শেষে আজ স্থায়ী জামিন পেলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম