
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ এএম
মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৪ পিএম

আরও পড়ুন
উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জি হুজুরের (রহ.) বড় ছেলে মাওলানা কারি আহমাদুল্লাহ আশরাফ আর নেই। (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জি হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা কারি শাহ আহমাদুল্লাহ আশরাফ। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন।
মাওলানা আশরাফ ২০১৪ সালে বেশ কয়েকবার মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। অসুস্থতার কারণে ছোট ভাই কারি আল্লামা শাহ আতাউল্লাহকে খেলাফত আন্দোলনের আমিরের দায়িত্ব দিয়ে তিনি রাজনীতি থেকে অবসর নেন। ওই বছরের মার্চ মাস থেকে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া মাদরাসা ময়দানে মরহুম মাওলানা কারি আহমাদুল্লাহ আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে৷