Logo
Logo
×

জাতীয়

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৮:৫৩ পিএম

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ

জেলা পর্যায়ে ভোটার আইডি ছাপানো বন্ধ। ছবি সংগৃহীত

‘টেকনিক্যাল’ সমস্যার কারণ দেখিয়ে জেলা পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানো  বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার অনির্দিষ্টকালের জন্য এ কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

জেলা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম। 

এতে বলা হয়েছে- ‘সব জেলা নির্বাচন অফিসকে জানানো যাচ্ছে যে, টেকনিক্যাল সমস্যার কারণে জেলা নির্বাচন অফিস থেকে হারানো কার্ড প্রিন্ট হচ্ছে না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হারানো কার্ড প্রিন্ট করা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন’।

আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান,  
এনআইডি সার্ভার ডাউন থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এটা সাময়িক বলে জানিয়েছেন তিনি।

গত ২০ এপ্রিল থেকে জেলা পর্যায়ে এনআইডি ছাপানোর শুরু করে নির্বাচন কমিশন। তবে এই সেবাটি কেবলমাত্র হারানো কার্ড বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড উত্তোলনের ক্ষেত্রে দেওয়া হতো। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম