ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন ৯ সেপ্টেম্বর
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০১:৪২ এএম
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম নতুন দিন ধার্য করেন।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসায় খুন হন ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি ওরফে নিলয়। ওই দিনই রাজধানীর খিলগাঁও থানায় নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে মামলাটি করেন।
পিরোজপুর জেলার সদর থানার চলিশা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে নিলয়। তিনি একজন এনজিওকর্মীর পাশাপাশি ব্লগে নিয়মিত লেখালেখি করতেন ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।
এ মামলায় গ্রেফতার ৯ আসামির মধ্যে খায়রুল ইসলাম, কাওসার হোসেন, মো. কামাল হোসেন ও মো. আবু বকর সিদ্দিক সোহেল কারাগারে। বাকি পাঁচ আসামি সাদ আল নাহিদ (শ্রমমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা ও এবিটির সক্রিয় সদস্য), মো. তারিকুল ইসলাম, মো. মাসুদ রানা, মাওলানা মুফতি আবদুল গাফ্ফার ও মো. মর্তুজা ফয়সাল শাকিব জামিনে আছে।
মামলায় এবিটির আইটি এক্সপার্ট (বিশেষজ্ঞ) খায়রুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী মামলাটি তদন্ত করছেন।