
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বার্গার শপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সকাল ১১টার দিকে যাত্রাবাড়ির গোয়ালবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই জনের নাম - সাইফুল (২২) ও ইমরান (২০)। তারা দুইজনই ওই দোকানের রান্নার (কুক) কাজ করেন।
এ ঘটনার পর আহতদের দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
ঢামেকের চিকিৎসকরা জানান, সিলিন্ডার বিস্ফোরণের আগুনে সাইফুল ও ইমরানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে।