Logo
Logo
×

জাতীয়

১৫ দিনের সফরে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ০৮:৪৬ এএম

১৫ দিনের সফরে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ঢাকা ছাড়ছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট শুক্রবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। 

ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই সফরে প্রধানমন্ত্রী ১৫ দিনের বেশি সময় দেশের বাইরে অবস্থান করবেন। 

এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এছাড়া তিনি বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : বাসস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম