Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতার মূল্যবোধ জীবন দিয়ে হলেও রক্ষা করব: প্রতিমন্ত্রী মুরাদ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০১৯, ০৭:৫৭ পিএম

স্বাধীনতার মূল্যবোধ জীবন দিয়ে হলেও রক্ষা করব: প্রতিমন্ত্রী মুরাদ

সভায় বক্তব্য দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি: যুগান্তর

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার মূল্যবোধ জীবন দিয়ে হলেও রক্ষা করব।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। 

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ডা. মুরাদ বলেন, আজকে বাংলাদেশের যে উন্নতি, সমৃদ্ধি ও আধুনিকতার অগ্রযাত্রা- তা বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। 

এ সময় মফস্বল সাংবাদিকদের জীবনমান উন্নত করার পাশাপাশি স্থানীয় সংবাদপত্রের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি দুলাল হোসাইন, সাংবাদিক মোস্তফা বাবুল ও নুরুল হক জঙ্গী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম