বিএনপির মনোনয়ন বাণিজ্যের টাকা সুইস ব্যাংকে: প্রধানমন্ত্রী
সংসদ রিপোর্টার
প্রকাশ: ২৯ জুন ২০১৯, ১০:১৩ এএম
সংসদে প্রধানমন্ত্রী। ছবি: যুগান্তর
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি যে মনোনয়ন বাণিজ্যটা করেছে সেই টাকাগুলো কোথায় রেখেছে খোঁজ নিলেই সুইস ব্যাংকের হিসাবটা মিলে যাবে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অর্থবিল-২০১৯ পাসের প্রস্তাব উত্থাপনের পর জনমত যাচাই এর প্রস্তাবের জবাবে দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, সুইস ব্যাংকের টাকায় কাদের নামের তালিকা এসেছে, উনি যেন একটু ভাল করে দেখেন। যাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন, যাদের কথা এত বেশি বলেন, তাদের কথাটিই বেশি এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এমনও তথ্য এসেছে, ২০১৮ সালের নির্বাচন যারা (বিএনপি) ৩০০ সিটে ৬৯২ জন মনোনয়ন পেল, একটা আসনের বিপরীতে ৩ জনের অধিক বা দুই জনের অধিক মনোনয়ন দিয়ে নির্বাচনের যে বাণিজ্যটা করা হলো, মনোনয়ন বাণিজ্যের সেই টাকাগুলো তারা (বিএনপি) কোথায় রাখলো?’
‘এই খোঁজটা করলেই সুইস ব্যাংকের হিসাবটা পেয়ে যাবেন। আর বাংলাদেশ যদি কল্যাণ রাষ্ট্রই না হবে, দারিদ্রমুক্ত না হবে, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা না পৌঁছায়- তবে দেশের এত উন্নয়ন-অগ্রগতি হলো কীভাবে?’
তারেক রহমানের নাম না নিলেও তার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ বসে নানা রকম চক্রান্ত করছে। তাদের চক্রান্ত থেকে দেশটা রক্ষা করব কিভাবে?
‘যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, যারা মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত, যারা দশ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, এদের ব্যাপারে আরও কি করা যায় সেটাই আমাদের ভাবতে হবে।’