ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের বিকাল ৪টার মধ্যে পদত্যাগের নির্দেশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৪:৩৭ এএম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি
২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের এমন নির্দেশের পর ইতিমধ্যে বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল যুগান্তরকে জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাদের ডেকে নিয়ে বিকাল ৪টার মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের সবাইকেই পদত্যাগ করতে বলা হয়েছে।
তবে এর সংখ্যা কত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এরই মধ্যে কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।