তিউনেশিয়ার জলসীমায় ১২ দিন ধরে ভাসছেন ৬৪ বাংলাদেশি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০১৯, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত
ইউরোপে ঢোকার চেষ্টায় ৭৫ অভিবাসীকে নিয়ে ১২ দিন ধরে তিউনেশিয়ার জলসীমায় ভাসছে একটি নৌকা, যাদের মধ্যে অন্তত ৬৪ জনই বাংলাদেশি। এছাড়াও এতে মরক্কো, সুদান ও মিসরের নাগরিকরাও রয়েছেন।
রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা করা এসব অভিবাসীদের তিউনেসিয়ার জলসীমায় মিসরের নৌকাটি উদ্ধার করেছে।
নৌকাটিকে তীরে ভিড়তে দিচ্ছে না তিউনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেডিনাইনের কর্তৃপক্ষ। অভিবাসী কেন্দ্রগুলোতে স্থান সংকটের কারণের কথা বলছেন তারা।
তখন থেকে উপকূলীয় শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে ভেসে বেড়াচ্ছে নৌকাটি।
তিউনেশিয়া সরকারের এক মুখপাত্র বলেন, নৌকার আরোহীদের খাবার ও ওষুধ দিতে চাওয়া হয়েছিল। কিন্তু তা নিতে রাজি হয়নি তারা; বরং ইউরোপে ঢোকার সুযোগ চাচ্ছেন।
চিকিৎসকদের একটি দল নৌকাটিতে গেলে তারা কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেন।
তিনি জানান, ১২ দিন ধরে সাগরে ভাসতে থাকায় তাদের অনেকের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।