Logo
Logo
×

জাতীয়

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০১৯, ১২:৪৫ এএম

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

টিকিটপ্রত্যাশীদের ভিড়। ছবি: যুগান্তর

আসন্ন ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরতে আজ থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। 

আজ সকালে দেয়া হচ্ছে ৭ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে আগামীকাল ৩০ মে দেয়া হবে ৮ জুনের, ৩১ মে ৯ জুন, ১ জুনের টিকিট ১০ জুন এবং ২ জুন দেয়া হবে ১১ জুনের টিকিট। 

একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না বেল রেলভবন সূত্রে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। 

এ ছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে ৫০ শতাংশ টিকিট। অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি না হলে অবিক্রীত টিকিট পরে কাউন্টার থেকে দেয়া হবে।

এর আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখী মানুষের জন্য গত ২২-২৬ মে অগ্রিম টিকিট বিক্রি হয়। এর পর কাউন্টার ও অনলাইনে অবিক্রীত টিকিট পুনরায় বিক্রি করা হয় গতকাল মঙ্গলবার। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে ৫ জুন ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম