Logo
Logo
×

জাতীয়

মেয়র আতিকের নেতৃত্বে গুলশানে জঙ্গিবাদবিরোধী র‌্যালি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০১৯, ০২:১৭ পিএম

মেয়র আতিকের নেতৃত্বে গুলশানে জঙ্গিবাদবিরোধী র‌্যালি

গুলশানে মেয়র আতিকের নেতৃত্বে গুলশানে জঙ্গিবাদবিরোধী র‌্যালি। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটির আয়োজক ঢাকা মহানগর পুলিশের গুলশান জোন। 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ‘জঙ্গিবাদবিরোধী’-এ র‌্যালি হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেখানে বাস করি তার আশপাশের লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারও বিষয়ে সন্দেহ হলে সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। 

তিনি বলেন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কে কোথায় আছে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। সবাইকে নিয়ে আমরা একটি নিরাপদ নগরী গড়ে তুলতে চাই। 

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের আয়োজিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুর রাজ্জাক।

র‌্যালিটি গুলশান থানা চত্বরে সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব ঘুরে আবার থানা চত্বরে এসে শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম