ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেনের সময়সূচি

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৫৩ পিএম

বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস । ছবি সংগৃহীত
ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস চালু হয়েছে।নতুন এই ট্রেনটি চালু হওয়ার কারণে উপকৃত হবে যাত্রীরা।ট্রেনটি শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে।
২৫ এপ্রিল সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করা হয়।
রাজশাহী থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বনলতা এক্সপ্রেসের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন,সামনে ঈদ আসছে। আর এই বিরতিহীন ট্রেনের মাধ্যমে ঈদে মানুষ দ্রুত বাড়ি যেতে পারবে।
এছাড়া সামনে জৈষ্ঠ মাস আসছে রাজশাহী আমের জন্য বিখ্যাত।এই ট্রেনের মাধ্যমে রাজশাহীর আম ঢাকায় দ্রুত চলে আসবে।
বনলতা এক্সপ্রেসে থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। অত্যাধুনিক এ ট্রেনে শোভন চেয়ারের বগি ৭টি,যার আসন সংখ্যা ৬৬৪টি।এসি বগি ২টি,যার আসন সংখ্যা ১৬০টি।একটি পাওয়ার কারের আসন সংখ্যা ১৬টি।দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি।সবমিলিয়ে বনলতায় মোট আসন থাকছে ৯৪৮টি।
তবে নতুন এই ট্রেনটিতে ভ্রমণে কেমন খরচ তা জানেন না অনেকে।আসুন জেনে নেই বনলতা এক্সপ্রেসে ভ্রমণে খরচ ও সময়সীমা।
সময়সূচি
বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছবে বেলা ১১টা ৪০ মিনিটে।ঢাকা থেকে ছাড়বে বেলা ১টা ১৫ মিনিটে।রাজশাহী পৌঁছবে সন্ধ্যা ৬টায়।
ভাড়া কেমন?
একই রুটে চলমান ট্রেনের ভাড়ার চেয়ে ননস্টপ সার্ভিস চার্জ হিসেবে ১০ শতাংশ বেশি আরোপিত হবে।বনলতা এক্সপ্রেসে শোভন চেয়ারের ভাড়া ৫২৫ টাকা।এসি চেয়ারের ভাড়া ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।