Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের নোয়াখালী স্টাফ রিপোর্টার হানিফ আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ এএম

যুগান্তরের নোয়াখালী স্টাফ রিপোর্টার হানিফ আর নেই

দৈনিক যুগান্তরের নোয়াখালী স্টাফ রিপোর্টার মো. হানিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

হানিফের স্ত্রী রাজিয়া সুলতানা জানান, শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ার পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। এর পর তাকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই মারা যান। 

হানিফের গ্রামের বাড়ি সদর উপজেলার করমুল্লাহপুর গ্রামে। তিনি দীর্ঘদিন থেকে মাইজদী সরকারি আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। 

মাইজদী ফ্ল্যাট মসজিদে বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি করমুল্লাহপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম