Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনা সেনানিবাসের কাজ দ্রুত শেষ করার তাগিদ

Icon

সংসদ রিপোর্টার

প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯, ১১:৫৫ এএম

শেখ হাসিনা সেনানিবাসের কাজ দ্রুত শেষ করার তাগিদ

ফাইল ছবি

পটুয়াখালীর লেবুখালীতে চলমান শেখ হাসিনা সেনানিবাসের কাজ দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে সারা দেশে নারী ক্যাডেট কলেজের সংখ্যা বৃদ্ধি এবং লালমনিরহাটে একটি এয়ারপোর্ট ও শাহীন স্কুল স্থাপনের সুপারিশ করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই তাগিদ ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সেনা, নৌ ও বিমানবাহিনী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি আগামী বৈঠকে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা এবং মিয়ানমার ও বাংলাদেশের চলমান সম্পর্ক নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া বৈঠকে যেসব অঞ্চলে সামরিক বাহিনী কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয় সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে পরামর্শ দেয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম