বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ নিয়ে পুলিশের প্রতিযোগিতা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১০:১৫ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনলাইন থেকে প্রশ্ন ডাউনলোড করে এ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ২৩ এপ্রিল।
এ উপলক্ষে পুরস্কার বিতরণী (৩০ এপ্রিল) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ও ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার)।
এ নিয়ে ডিসি তেজগাঁও-ডিএমপির ফেসবুক পেজে এ প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ পড় এবং প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও ১ম পুরস্কার ল্যাপটপ (৩ জন), ২য় ও ৩য় পুরস্কার ট্যাবসহ অন্যান্য আকর্ষনীয় পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী
১. ৮ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
২. প্রশ্নপত্র আগেই সরবরাহ করা হবে ও সকল প্রশ্ন 'কারাগারের রোজনামচা' বই থেকে করা হবে।
৩. প্রশ্নপত্রের ফটোকপি গ্রহণযোগ্য।
৪. উত্তরপত্রের ফটোকপি গ্রহণযোগ্য নয় এবং উত্তর হাতে লিখতে হবে।
৫. প্রশ্নপত্র DC Tejgaon - DMP ফেসবুক পেইজ হতে ডাউনলোড করা যাবে এবং তেজগাঁও বিভাগের সকল থানা কার্যালয় (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর ও হাতিরঝিল) থেকে সংগ্রহ করা যাবে।
৬. সর্বমোট ১০জনকে পুরস্কার প্রদান করা হবে।
৭. সর্বোচ্চ নম্বর প্রাপ্তের সংখ্যা একাধিক হলে লটারির মাধ্যমে ১ম থেকে ১০ম স্থান নির্বাচন করা হবে।
উত্তরপত্র জমাদানের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০১৯ অফিস চলাকালীন পর্যন্ত
উত্তরপত্র জমাদানের স্থান: উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও বিভাগ-এর কার্যালয়,(২২/৫, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা) ও তেজগাঁও বিভাগের সকল থানা কার্যালয় (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর ও হাতিরঝিল)
পুরস্কার বিতরনের তারিখ ও সময়: ৩০ এপ্রিল, ২০১৯ মঙ্গলবার, বিকেল ৫টা।
পুরস্কার বিতরনের স্থান: কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়াম, খামারবাড়ি, তেজগাঁও, ঢাকা
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭১৩৩৯৮৫৫৩, ০১৭১৩৩৭৩১৭৬, ০১৭১৩৩৭৩১৭৭, ০১৭১৩৩৯৮৫৫৮