Logo
Logo
×

জাতীয়

নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আশাবাদী সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৯:০৮ পিএম

নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে আশাবাদী সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। ছবি-যুগান্তর

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন চৌধুরীকে প্রত্যর্পণ নিয়ে কানাডায় আইনি প্রক্রিয়া চলছে,তাকে দেশে ফেরানোর বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আমরা সবসময় আশাবাদী। 

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই একমত না হলে রোহিঙ্গাদের ভাষানচরে পাঠানো হবে না।

বিদেশে অবস্থানরত বাংলাদেশে ৭৮টি মিশনে এদেশীয় টিভি চ্যানেল দেখার জন্য ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের ব্ল–বক্স হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে যারা সাজাপ্রাপ্ত তাদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। সেই ক্ষেত্রে নূর চৌধুরীকেও আমরা ফিরিয়ে আনব। আমাদের যেসব প্রক্রিয়া আছে তা চলমান আছে। 

তিনি বলেন, আমরা লিগ্যাল প্রসেস শুরু করেছি। হেয়ারিং হয়েছে। জাজ সাহেব রায় দেবেন কিংবা আরেকটা হেয়ারিং দেবেন। আমাদের প্রধানমন্ত্রী সেদিনও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন।

তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোর্ট কর্তৃক যত কনভিক্টেট আছে তাদের সবাইকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। দুনিয়ার সব দেশই চায়, শাস্তিপ্রাপ্তরা শাস্তিভোগ করুক। আমরাও সেই চেষ্টা করছি। এ নিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হবে না। 

প্রসঙ্গত, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান দুর্নীতির দুই মামলায় ১৭ বছর কারাদণ্ড নিয়ে লন্ডনে বসবাস করছেন। 

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্যাতন থেকে বাঁচাতে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। তারা পাহাড়ে অল্প জায়গায় কষ্টের মধ্যে থাকে। আমাদের ভয় হচ্ছে, ঝড়বৃষ্টিতে পাহাড়ধস হতে পারে। সেখাতে তাদের কষ্ট হতে পারে, মারা যেতে পারেন। তাই প্রধানমন্ত্রী ভাষানচর হস্তান্তরের কথা বলেছেন। সেখানে রোহিঙ্গাদের জন্য সুন্দর সুন্দর ভবন করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান (আন্তর্জাতিক সংগঠন) মনে করছে সেখানে (ভাষানচরে) রোহিঙ্গাদের পাঠালে তাদের কষ্ট হবে। তারা যদি এটা মনে করে তাহলে আমরা পাঠাব না। সবাই যদি বলে, স্বেচ্ছায় যদি রোহিঙ্গারা যায়, সেটাই ভালো। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এপ্রিলে রোহিঙ্গাদের ভাষানচরে পাঠানোর একটা সিদ্ধান্ত ছিল। এখন বিভিন্ন প্রতিষ্ঠান শর্ত জুড়ে দিচ্ছে। এখন আমরা কবে পাঠাব তা জানি না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটা দেখভাল করবে।

ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের দু’একটি দেশে বাংলাদেশের টিভি চ্যানেল দেখা যায়। কিন্তু ব্ল–বক্সের মাধ্যমে সব মিশনগুলোতে বাংলাদেশের চ্যানেল দেখা যাবে, এটা ভালো উদ্যোগ। তিনি বলেন, মিশনগুলোতে বাংলাদেশিরা তাদের কাজে গিয়ে অপেক্ষা করেন। তখন ওই মিশনগুলোতে বাংলাদেশের জনগণ এসব টিভি দেখতে পারবেন। তিনি ব্ল–বক্সে দু’ একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল অন্তর্ভুক্তেরও প্রস্তাব করেন।

অনুষ্ঠানে ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তারও বক্তব্য রাখেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম