বিকল হাইড্রোলিক হ্যামার। ছবি: সংগৃহীত
চারদিন ধরে পদ্মাসেতুতে পাইল ড্রাইভিং এর কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে, পাইল ড্রাইভিংয়ে ব্যবহৃত তিনটি হ্যামারই বিকল হয়ে গেছে।
তবে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, জার্মান প্রকৌশলীরা ৩৫০০ কিলোজুল, ২৪০০ কিলোজুল ও ১৯০০ কিলোজুল ক্ষমতার তিনটি হাইড্রোলিক হ্যামার মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মেরামত শেষে পিলারের পাইলিং ফের শুরু হবে বলে জানান প্রকৌশলীরা। তবে ঠিক কবে থেকে কাজ শুরু করা যাবে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।
সূত্রের খবর, জার্মান থেকে পদ্মাসেতুর জন্য মোট পাঁচটি হ্যামার এনে দেয় এমএনসিকে (MNCK) কোম্পানি। এসব হ্যামারের দুটি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। বাকি তিনটি দিয়ে কাজ চলছিল। কয়েকদিন আগে সেগুলোতেও ত্রুটি দেখা দিচ্ছিল।
এখন পর্যন্ত পদ্মাসেতুর ১২০০ মিটার দৃশ্যমান হয়েছে। ইতিমধ্যে মাওয়া ও জাজিরায় আটটি স্প্যান বসানো হয়েছে।
মূল সেতুর প্রকৌশল সূত্র জানায়, সেতুর ২১টি পিলারের কাজ শেষ হয়েছে। পদ্মাসেতুর ২৬২টি পাইলের মধ্যে এ পর্যন্ত ২০৯টি পাইল বসানো হয়েছে। এরই মধ্যে স্ক্রিন গ্রাউটিং পদ্ধতিতে ১৮টি পাইল বসানো হয়েছে।
সেতুর ৬,৭,৮,১০,৩০ নম্বর পিলারে পাইল ড্রাইভিং এর কাজ চলাবস্থায় এসব হ্যামার নষ্ট হয় বলে জানা গেছে।
তবে ২৪ জন জার্মান টেকনিশিয়ান নিয়ে চালানো হ্যামার তিনটি দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছে মূল সেতুর প্রকৌশল সূত্র।