Logo
Logo
×

জাতীয়

এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার: বাণিজ্যমন্ত্রী

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৫ পিএম

এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার: বাণিজ্যমন্ত্রী

যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

এখনই মানবতার কাজ করার শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে। শিক্ষিত চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।

রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) খেলার মাঠে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, সবার প্রচেষ্টায় আর্থসামাজিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর্থসামাজিক বাংলাদেশ গড়ে উঠবে যুবকদের হাত ধরেই।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় রেডক্রিসেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। তাই এই সময়েই আর্তমানবতার সেবায় বেরিয়ে পড়তে হবে সবাইকে।

বাণিজ্যমন্ত্রী ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বিখ্যাত এক উক্তি ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না’ ঘোষণা দিয়ে বলেন, ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির রাষ্ট্রপতির উক্তিটির সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে।

তিনি বলেন, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে উঠে, আর্তমানবতার সেবা কর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য রংপুর ৪ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান। তিনি বলেন, এখনকার যুবকদের মূল শক্তি হলো লড়াই। জ্ঞানের পরিধি বাড়িয়ে এগিয়ে যেতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, ত্যাগ স্বীকার না করলে কেউ কোনোদিন সফল হয় না। তাই ত্যাগ স্বীকার করেই জীবন সফলতা আনতে হবে।

রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুর ইসলাম, বিডিআরসিএসের ব্যবস্থাপনা সদস্য রেহেনা আশিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক একেএম সিরাজুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম