Logo
Logo
×

জাতীয়

আইনবহির্ভূত কিছু ঘটলে ভোট বন্ধ: সিইসি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৯ এএম

আইনবহির্ভূত কিছু ঘটলে ভোট বন্ধ: সিইসি

ফাইল ছবি

আইনবহির্ভূত কোনো কিছু ঘটলে সংশ্লিষ্ট উপজেলা ও সিটিতে ভোট বন্ধ করে দেয়া হবে বলে আগাম হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

 

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

অনিয়মের ব্যাপারে ইসি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জানিয়ে নুরুল হুদা বলেন, নির্বাচনে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না। মানুষ ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থীই ভোটে নির্বাচিত হবেন। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে।

 

নুরুল হুদা বলেন, নির্বাচনে কে কোন দলের বা গোষ্ঠীর তা দেখা হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর।

 

জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেয়ার যে অভিযোগ বিএনপি করেছে, তার বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক নয় বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম