Logo
Logo
×

জাতীয়

নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুন্দর হয়েছে: ইলেকশন মনিটরিং ফোরাম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৩:০৮ পিএম

নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুন্দর হয়েছে: ইলেকশন মনিটরিং ফোরাম

ইলেকশন মনিটরিং ফোরাম। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৫৬টি এনজিও সংস্থার সমন্বয়ে গঠিত এ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি বলছে- নির্বাচনে সারা দেশের ২৯৯ আসনের মধ্যে ২৩৯টি আসনের ১৭ হাজার ১৬৫টি কেন্দ্রে তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে। 

ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী বলেন, সার্বিক বিবেচনায় নির্বাচন খুবই শান্তিপূর্ণ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

সংস্থার পর্যবেক্ষকদের মতে, যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে, সেসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। এ ছাড়া ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রচারসহ সার্বিকভাবে সৌহার্দপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে। তবে কিছু সংসদীয় আসনের প্রার্থী মামলার অজুহাতে প্রশাসনের হয়রানির শিকার হয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম