Logo
Logo
×

জাতীয়

প্রধান বিচারপতির নাম ঘোষণা আজই: আইনমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৫৭ এএম

প্রধান বিচারপতির নাম ঘোষণা আজই: আইনমন্ত্রী

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবারের মধ্যেই প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক  মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক সাধারণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আজকেই কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ঘোষণা করবেন।’

প্রজ্ঞাপনটি কি শুক্রবারই হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ঘোষণা পাবেন।’

নতুন প্রধান বিচারপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে, সে বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা কোনো নাম প্রস্তাব করিনি। আর এটি রাষ্ট্রপতির এখতিয়ার, এতে হাত দেয়ার সাহস আমার নেই।’

নানা নাটকীয়তার মধ্য দিয়ে বিচারপতি এসকে সিনহা গত নভেম্বরে পদত্যাগ করার পর থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির পদটি শূন্য।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল আইন সাংবাদিকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এটি বাংলাদেশের পেনাল কোডে আগেও ছিল। এখন শুধু নতুনভাবে এর কিছু সংস্কার করা হয়েছে মাত্র।

এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআরএসএর বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। দীপক কুমার সরকারের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল হক।  

আনিসুল হক প্রধান বিচারপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম