Logo
Logo
×

জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০২:৪৫ পিএম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ছবি: যুগান্তর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কামরুন নাহার বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। 

২০১২ সালের ফেব্রুয়ারিতে দেশের প্রথম নারী হিসেবে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পান কামরুন নাহার। 

এর আগে তিনি গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম