Logo
Logo
×

জাতীয়

নতুন এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি ৩১ জানুয়ারি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১২:৪৫ এএম

নতুন এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি ৩১ জানুয়ারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ছবি: যুগান্তর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে রিটের শুনানির জন্য সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

গতকাল রোববার এমপিদের শপথের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা রিট নতুন করে আবেদনের জন্য অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চ।

একই সঙ্গে রিট আবেদনটির ওপর আজ সোমবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল। 

এর আগে বৃহস্পতিবার রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।

৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি পাঠান মাহবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে- সংসদ ভেঙে দিয়ে পুনরায় এমপিদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম