Logo
Logo
×

জাতীয়

‘পদ্মা সেতুর ওপারে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৫২ পিএম

‘পদ্মা সেতুর ওপারে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’

পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতুর ওপারেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান মুন্সীগঞ্জে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের বিরোধিতার কারণে সেটি হয়নি। 

তিনি বলেন, এখন নতুনভাবে ফিজিবিলিটি স্ট্যাডি শেষ হয়েছে, সাইট সিলেকশন চূড়ান্ত হওয়ার পথে। এটি হবে পদ্মা সেতুর ওপারে, সেতুর পাশেই। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রাচ্য ও পাশ্চাত্যের সেন্টার পয়েন্ট হবে বলেও জানান মাহবুব আলী। 
 
নিউইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে আমেরিকান ফেডারেশন অব সিভিল অ্যাভিয়েশন প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। তাদের অনুমতির পরই নিউইয়র্কে ফ্লাইট সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে সেবার ক্ষেত্রে ভিআইপি ও সাধারণ যাত্রীরা সমান সুবিধা পায়, সেদিকে নজর থাকবে আমার। বাংলাদেশ বিমান যেমন আকাশে শান্তির নীড়, তেমনই বিমানবন্দরও একটি আনন্দ কেন্দ্র হয়ে ওঠবে। 

বিমানের বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক রুটসহ নতুন নতুন রুট চালুর জন্য কাজ করে যাচ্ছে সরকার। এই জন্য ড্রিমলাইনারসহ কানাডা থেকে আরও উড়োজাহাজ সংগ্রহের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম