Logo
Logo
×

জাতীয়

ওবায়দুল কাদেরের সঙ্গে এক ঝাঁক তারকা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৮:৩০ পিএম

ওবায়দুল কাদেরের সঙ্গে এক ঝাঁক তারকা

ওবায়দুল কাদেরের সঙ্গে এক ঝাঁক তারকা। ফেসবুক থেকে নেয়া ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মিডিয়া জগতের এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী। 

সোমবার দুপুরে বনানীর নতুন বিআরটিএ ভবনে শুভেচ্ছা বিনিময় করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আহসান হাবিব নাসিম, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মীর সাব্বির, শমী কায়সার, আফসানা মিমি, সুইটি, মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয়, শামীমা তুষ্টি প্রমুখ।

সাক্ষাতের বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, জনাব ওবাযদুল কাদের দ্বিতীয়বারের মতো তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। 


অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে করমর্দন করছেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রীর সঙ্গে শিল্পীদের সম্পর্ক অনেক আগে থেকেই উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ সালে তিনি সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। সে কারণে তার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে শিল্পীরা অনেক ধরনের সমস্যায় আছে সেসব বিষয়ে তাকে আমরা অবহিত করেছি।


অভিনয়শিল্পীদের সঙ্গে মতবিনিময় করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নাসিম আরও বলেন, আমরা এরআগে তথ্যমন্ত্রীকে অভিনয়শিল্পী সংঘের কিছু দাবি দিয়েছিলাম। সেই দাবিগুলো আমরা তুলে ধরেছি। তিনি আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম