Logo
Logo
×

জাতীয়

সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়বেন: সুলতানা কামাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ১০:৩৭ পিএম

সাংবাদিকরা ঝুঁকির মধ্যে পড়বেন: সুলতানা কামাল

ফাইল ছবি

ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী  সুলতানা কামাল যুগান্তরকে বলেন, আইনটা সংশোধন হওয়া উচিত। কারণ আমার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে বাক-স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সাংবাদিকরাও ঝুঁকির মধ্যে পড়বেন।  

তিনি বলেন, এর  মাধ্যমে মানুষের তথ্য জানার অধিকারকে বিঘ্নিত করা হলো। আমার মতে, এমন আইন করা উচিত যাতে নিরাপত্তার বিধান নিশ্চিত হবে ঠিকই; আবার বাক-স্বাধীনতাও খর্ব হবে না। 

তিনি বলেন, এ ধরনের আইন করার আগে অংশীজনের মতামত নিলে ভালো হয়। তবে এখনো সে সুযোগটি আছে পুনর্বিবেচনা করার। তা না করা হলে ৫৭ ধারায় আগে যেমন অপব্যবহার হতো সেটাই হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম