Logo
Logo
×

জাতীয়

পাসপোর্টের ডিজিকে প্রত্যাহার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৮:৫৬ পিএম

পাসপোর্টের ডিজিকে প্রত্যাহার

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। ফাইল ছবি

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়। 

এতে বলা হয়, এমআরপি অ্যান্ড এমআরভির মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। তবে বুধবার পর্যন্ত কাউকে নতুন ডিজির দায়িত্ব দেয়া হয়নি।

মেজর জেনারেল মাসুদ রেজওয়ান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ২০ ডিসেম্বর তিনি পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

এর আগে তিনি কয়েক বছর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম