Logo
Logo
×

জাতীয়

সংঘর্ষ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে: আইজিপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ পিএম

সংঘর্ষ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশাবাদী, শেষ পর্যন্ত ভোটারদের উপস্থিতি থাকবে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে পারব।

রোববার সকাল ১০টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশের কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এখানে সকালে ভোট দেয়ার পর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল অভিযোগ করেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন দিয়ে জানাচ্ছেন আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এ নিয়ে আইজিপি বলেন, ভোটকেন্দ্রে এজেন্টদের ওপর হামলা কিংবা তাদের বের করে দেয়া হচ্ছে। আমাদের কাছে এমন কোনো অভিযোগ নেই। নিজ দায়িত্বে কেন্দ্রে আসেন প্রার্থীদের এজেন্টরা। কেন্দ্রে যারা আসছেন তাদের নিরাপত্তা দেয়া হচ্ছে। তবে যারা আসেননি তাদের বাড়ি গিয়ে নিরাপত্তা দেয়া হবে না।

গ্রেফতার ও হয়রানি নিয়ে আইজিপি বলেন, কোনো পোলিং এজেন্ট বা রাজনৈতিক দলের নেতাকর্মীকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার করছে না পুলিশ। যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা একাধিক মামলা অথবা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।

গুজবে কান না দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান। তিনি বলেন, আমাদের কাছে আসা অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও র‌্যাবের বিভিন্ন ইউনিট গুজবকারীদের গ্রেফতার ও সরঞ্জামাদি উদ্ধার বা জব্দ করছে।

তিনি আরো বলেন, ভোটগ্রহণের পরবর্তী সময়ে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার পর সংঘর্ষের আশঙ্কা থাকে। সেটা মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম